রাজ্যস্তরের বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত ৬৯ তম আন্ত রাজ্য কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৭, ৫২কেজি মহিলা বিভাগে সোনা জিতল আলিপুরদুয়ার মাঝেরডাবরি চা বাগানের রুমি এক্কা। এছাড়াও ওই এলাকার সাহিল দাস তার নিজ বিভাগে রৌপ্য পদক জেতে। ২৭-২৯ অগাস্ট কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সফল এই দুই খেলোয়াড় রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় সফল হওয়ায় খুশি তাদের প্রশিক্ষক সেনসি সপ্তপর্নি চক্রবর্তী সহ এলাকাবাসীরা।

শনিবার তারা কলকাতা থেকে ফিরে আসার পর তাদের বরণ করার পাশাপাশি তাদের সংবর্ধনা দেয় বাগান কর্তৃপক্ষ। রুমি জানায়, আমার খুব ভালো লাগছে এই সংবর্ধনা পেয়ে। জেলায় জিতে রাজ্যে সফল হয়েছি। এবার ন্যাশনালে ভালো করার চেষ্টা করব। আমার সাফল্যের পেছনে মা বাবার অবদান যেমন রয়েছে তেমনি আমার সেনসি সপ্তপর্নি চক্রবর্তীর অবদান রয়েছে বিশেষ ভাবে।