ভুটানের কালিখোলা থেকে এরাজ্যের কুমারগ্রামে ভুটানি মদ পাচারের সময় হাতেনাতে গ্রেপ্তার এক ব্যাক্তি। রবিবার রাতে কুমারগ্রাম সার্কেল আবগারির অভিযানে ভুটানি মদ উদ্ধারের পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরবাইক বাজেয়াপ্ত করে আবগারির কর্মীরা। জানাগিয়েছে ভুটান গেট এবং জঙ্গল পথ পেরিয়ে শুখা নদীর চরে পৌঁছতেই ব্যাগ ভর্তি ভুটানি মদ এবং মোটরবাইক সহ রতব ওড়াও নামে এক ব্যাক্তিকে আটক করে আবগারির কর্মীরা। উদ্ধার হয় ৩৬ বোতল ভুটানি হুইস্কি,যার বাজারমূল্য ৯৭ হাজার ৫০০ টাকা।

আবগারি দপ্তরের আলিপুরদুয়ার জেলা সুপারিন্টেন্ডেন্ট উগেন শেওয়াং জানিয়েছেন, রবিবার রাতে ভুটানি মদ পাচারের দায়ে ইন্দো ভুটান সীমান্তের কুমারগ্রাম থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে সোমবার আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছে। এরাজ্যে অবৈধভাবে মদ পাচার রুখতে আমরা লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছি।