রাজবংশী কামতাপুরী ভাষা অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। ভারত সরকারের কাছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় প্রস্তাব রাখেন রাজবংশী কামতাপুরি ভাষা অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার জন্য I এটি কোচ রাজবংশী সম্প্রদায়ের মাতৃভাষা , তাই ভারত সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন রাজবংশী কামতাপুরী ভাষা অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার প্রস্তাব সাংসদের।

এদিন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে জয়ন্ত রায় কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ২৬ শে নির্বাচনের আগে কামতাপুরী রাজবংশী ভাষার অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল।