বাইক দুর্ঘটনায় মৃ*ত্যু হল এক যুবকের চাঞ্চল্য এলাকায় । কোচবিহার জেলার রসিকবিল এলাকায় শুক্রবার রাতে এক যুবকে রাস্তার পাশে পরে থাকতে দেখেন এক পথচারী I এরপর তড়িঘড়ি ওই যুবকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এক ব্যক্তি I তবে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃ*ত বলে ঘোষণা করে ।

ঘটনার খবর পেয়ে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌচ্ছায় বক্সিরহাট থানার পুলিশ ও কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ । পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃ*ত যুবকের নাম চিরঞ্জিৎ দাস, আনুমানিক বয়স (২৫), তাঁর বাড়ি কোচবিহার জেলার বক্সিরহাট থানা এলাকায় । কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃ*তদে*হ উদ্ধার করেছে I শনিবার দে*হ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হবে ।