বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

রসিকবিল এলাকায় বাইক দুর্ঘটনায় মৃ*ত্যু হল এক যুবকের ।

বাইক দুর্ঘটনায় মৃ*ত্যু হল এক যুবকের চাঞ্চল্য এলাকায় । কোচবিহার জেলার রসিকবিল এলাকায় শুক্রবার রাতে এক যুবকে রাস্তার পাশে পরে থাকতে দেখেন এক পথচারী I এরপর তড়িঘড়ি ওই যুবকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এক ব্যক্তি I তবে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃ*ত বলে ঘোষণা করে ।

ঘটনার খবর পেয়ে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌচ্ছায় বক্সিরহাট থানার পুলিশ ও কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ । পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃ*ত যুবকের নাম চিরঞ্জিৎ দাস, আনুমানিক বয়স (২৫), তাঁর বাড়ি কোচবিহার জেলার বক্সিরহাট থানা এলাকায় । কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃ*তদে*হ উদ্ধার করেছে I শনিবার দে*হ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হবে ।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top