বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোয় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সাসপেন্ডেড নেতা এবি সোয়েলকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। সোমবার রাতে মালতীপুরের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলি গ্রাম থেকে ওই ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়। টিএমসিপির চাঁচল কলেজ ইউনিটের সভাপতি পদে ছিলেন সোয়েল। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে। কলকাতায় তৃণমূলের মঞ্চ খোলার প্রতিবাদে ২ সেপ্টেম্বর তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল ইউনিটের তরফে প্রতিবাদ সভা করা হয়। সেই বিক্ষোভে রবি ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। যা নিয়ে বিতর্ক হয়।

এর জেরে সোমবার সোয়েলকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। সোমবার সন্ধ্যার পর বিজ্ঞপ্তি জারি করে একথা জানান টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার কয়েকঘণ্টা পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।বিরোধীদের অবশ্য বক্তব্য, বাংলা ভাষা ও বাঙালির উপর আক্রমণের অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো যখন প্রতিবাদের ঝড় তুলেছেন, সেখানে রবি ঠাকুরের ছবি পুড়িয়ে টিএমসিপির ওই ছাত্রনেতা দলকে ব্যাকফুটে ফেলে দিয়েছেন। এমন পরিস্থিতিতে তবে কি ড্যামেজ কন্ট্রোলের উদ্দেশ্যেই সোয়েলকে গ্রেপ্তার করা হল? উঠছে প্রশ্ন। দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী শুধু বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলেই শ্রদ্ধা করি।’