কাশ্মীরের পেহেলগাও এলাকায় সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৭ জন পর্যটক। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। সেই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় পথে নামলেন রামমোহন রায় ফ্যানস ক্লাব। শনিবার নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় কালো ব্যাজ পড়ে, হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করলেন রামমোহন রায় ফ্যানস ক্লাব।

এদিন ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। এমনকি তাদের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানান সংগঠনের সদস্যরা।