মঙ্গলবার শিলিগুড়ি এবং বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সফর ঘিরে জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পিচের রাস্তার মেরামত থেকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা—সব কিছুতেই জোর কদমে রক্ষণাবেক্ষণ চলছে।
এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সামাজিকমাধ্যম পোস্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ১ এবং ২ নম্বর ওয়ার্ডের এক স্থানে জমে থাকা পাহাড়সম আবর্জনা ও দুর্গন্ধ আড়াল করতে নীল-সাদা কাপড়ের বেড়া দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে পৌরসভা।

অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এ প্রসঙ্গে শিশুদের ভ্যানে করে স্কুলে নিয়ে যাওয়া চালক লক্ষী রায় বলেন, “খুব গন্ধ এই পথে। বাচ্চারা বলে—ভ্যান কাকু, গন্ধ! তাড়াতাড়ি চালাও।”