বীরভূমে সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে বৃহস্পতিবার বোলপুরে বসে গেল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। মূল লক্ষ্য— মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে করা ও রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে পৌছে দেওয়া। সম্ভবত মুখ্যমন্ত্রী টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করবেন। এই পদযাত্রা সম্পূর্ণভাবে বাংলার ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসাবে আয়োজিত। মিছিল শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে থাকবেন জেলা নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

পরদিন অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রী যাবেন ইলামবাজারে, যেখানে অনুষ্ঠিত হবে একটি সরকারি কর্মসূচি। এছাড়াও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২৭শে জুলাই শহীদ দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের কোর কমিটির সমস্ত সদস্যরাই। বীরভূমে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে সরগরম জেলার রাজনৈতিক মহলে।