পূজায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুবনেতা সৌমিত্র সরকার, সঙ্গে ছিলেন পূজা উদ্যোক্তা স্বপন কুমার সাহা, পূজা কমেটি সদস্য সহদেব সাহা, চন্ডী সাহা, মহাদেব সাহা, চন্দন সাহা সহ বিশিষ্ট অতিথিবর্গ। খোল করতালের বাজনায় নাম সংকীর্তন সহযোগে নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসাহে মেতে ওঠেন এলাকার বহু ভক্তরা।

প্রতি বছরের ন্যায় এবারও রামকৃষ্ণপল্লী কুন্ডু পাড়া হরিপূজা কমিটির উদ্যোগে এই হরি পূজার আয়োজন করা হয়। জানা যায়, প্রায় একশ বছর আগে এই হরি পূজার প্রতিষ্ঠা করেন মৃত নিত্যগোপাল সাহা, তারপর থেকে এখনো হয়ে আসছে এই পুজো। ভগবান শ্রী হরি পূজার পর রবিবার দুপুর থেকে রাত্রি প্রায় আটটা পর্যন্ত চলে এই নাম সংকীর্তন। নাম সংকীর্তনে প্রায় কয়েক হাজার ভক্তরা অংশগ্রহণ করে। অবশেষে সকলের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। রাত্রি প্রায় বারোটা পর্যন্ত উপস্থিত সকল ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়।