মালদা শহরের রথবাড়ি এলাকায় যানজট এড়াতে দুটি ফুটব্রিজ তৈরির উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা। মালদা জেলা পূর্ত দপ্তরের সহযোগিতায় তৈরি হবে ফুটব্রিজ। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় পূর্ত দপ্তরের আধিকারিক, পুলিশ, ট্রাফিক ও পুর আধিকারিকদের নিয়ে আলোচনা করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। প্রতিদিন মালদা শহরে বিভিন্ন কাজে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষেরা।

হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনে চেপে পৌঁছান মালদা শহরে। তার উপর টোটোর দৌরাত্ম্য। সে কারণেই ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে যানজট এরাতে পায়ে হাটা মানুষদের জন্য মালদা জেলা পূর্ত দপ্তরের সহযোগিতায় ফুটব্রিজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। সাধারণ মানুষ ফুটব্রিজের মাধ্যমে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারবেন নিরাপদে। কিছুদিনের মধ্যে সেই ব্রিজ তৈরি হবে বলেও আশ্বাস দেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।