বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা নালাগোলা রাজ্য সরকারকে গ্রামের মহিলারা কলসি হাতে রাস্তায় নেমে পথ অবোরধ বিক্ষোভ দেখায়। অভিযোগ বেশ কিছুদিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায়, পানীয় জল নিয়ে সমস্যায় মুখে পড়তে হচ্ছে, আদিবাসী অধ্যুষিত এলাকা ধুমপুর অঞ্চলের হোরগ্রামে, অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে জানিও, বিদ্যুতের ব্যবস্থা হয়নি যার ফলে বহুদূর থেকে পানীয় জল,আনতে হয়।

বেশকয় দিন ধরে গ্রামে পাণীয় জল না থাকায় সমস্যায় পরতে হছে। অবশেষে বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে পথ অবোরধো করে প্রতিবাদে সামিল হয় কলসি হাতে মহিলারা।অন্যদিকে গ্রামের বাসিন্দারা হাতে তির ধনুক হতে নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকে,হোরগ্রামের বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোন কাজ হয়নি । অবশেষে পথ অবরোধ করাহয় যতক্ষণ বিদ্যুৎ না আসবে এই পথ অবরোধ চলবে বলে জানিয়েছেন মহিলারা।এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থালে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে প্রায় দু’ঘণ্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।