পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ওয়েস্ট বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশিকায় মালদা জেলা গঙ্গা কমিটির ব্যবস্থাপনায় কালিয়াচক দুই নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় গঙ্গা নদী দূষণ মুক্ত রাখার বার্তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নয়াবাজার হাই স্কুল প্রাঙ্গনে গঙ্গা নদী স্বচ্ছতা ২০২৫ কর্মসূচির শুভ সূচনা হল।

গঙ্গা স্বচ্ছতাকে কেন্দ্র করে বন্যার জলে উদ্ভুত নোংরা, আবর্জনার স্তুপ সহ বিদ্যালয় সংলগ্ন রাস্তাঘাট পরিষ্কার করেন। এছাড়াও রেলি, নদীঘাট পরিষ্কার, নিকাশি নালার আবর্জনা, স্কুল প্রাঙ্গণ পরিষ্কার, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক বার্তা দেন ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন। আজকের এই অনুষ্ঠানে ব্লকের ১৭ টি স্কুলের ছাত্রছাত্রীদের আহ্বান করা হয়।
স্বচ্ছতা কর্মসূচির অঙ্গ হিসেবে নয়া বাজার হাই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ বিদ্যালয় ও সংলগ্ন বিভিন্ন জায়গার সাফায় অভিযান করেন।
উপস্থিত ছিলেন কালিয়াচক ব্লকের বিডিও বিপ্রতিম বসাক,মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, নয়া বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক আফসানা পারভিন সহ অনান্যরা।
এই দিন ছাত্রছাত্রীদের নিয়ে নাচ ,গান, কবিতা, আবৃত্তি,অঙ্কন,কুইচ,শপথ গ্রহণ, এর নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে বিদ্যালয়ে ব্যাপক সাড়া পড়ে। “গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার ” থিমকে সামনে রেখে শপথ বাক্য পাঠ করেন সকল ছাত্রছাত্রী।