পুরসভার ভেতরে ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা সভাপতি ও পুরসভার কাউন্সিলরদের। পুরসভায় জঞ্জাল সফাই, পানীয় জল, যানজট, জলাজমি ভরাট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয়ছয়ের অভিযোগ বিজেপির। জঞ্জাল কর বসানো নিয়েও ক্ষোভ পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ীর। পুরসভার উন্নয়নের কাজে স্বজনপোষণ করা হচ্ছে বলেও অভিযোগ।

পুরসভায় বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না এমনই দাবি আন্দোলনকারীদের। ৯ দফা দাবিতে পুরপ্রধানকে স্মারকলিপি বিজেপির।যদিও বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো, উন্নয়নে কাজে সমান অর্থ বরাদ্দ হয়, দাবি ইংরেজবাজারের তৃণমূল পু্রপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের পরামর্শ তৃণমূল পুরপ্রধানের।