বালি পাথর বোঝাই ডাম্পারের ধাক্কা মাতৃজান অ্যাম্বুলেন্সকে, সে সময় গাড়িতে ছিল এক গর্ভবতী মহিলা। সোমবার রাতে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। গর্ভবতী মহিলাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জলপাইগুড়ি নিয়ে যাবার সময় এস এস বি মোড়ে ঘটে এই ভয়ঙ্কর দূর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল , পুলিশ সহ স্থানীয়রা। আহত প্রসূতিকে পুনরায় ফিরিয়ে আনা হয় মালবাজার হাসপাতালে।

দূর্ঘটনা প্রসঙ্গে স্থানিয় বাসিন্ধারা জানান জুলাই মাসে নদীর বালি, পাথর তোলা সরকারী ভাবে বন্ধ করা হলেও রোজ রাতে ড্যাম্পার করে বালি, পাথর পাচারের কাজ চালু আছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান অল ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি অমরেন্দ্র বাক্সলা, এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিন। বর্তমানে গর্ভবতী মহিলা হাসপাতালে চিকিৎসাধিন বলে জানাগিয়েছে।