আমাদের পাড়া আমাদের সমাধানে রজ্যের শেষ সীমানায় এলেন বনমন্ত্রী বীরবহা হাঁসদা। কুমারগ্রাম ব্লকের ভল্কা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভলকা হাই স্কুলে শনিবার আমাদের পাড়া আমাদের সমাধানের উপস্থিত হন তিনি। মাঠে বসে গ্রামের মানুষদের সমস্যার কথা শুনে তা লিপিবদ্ধ করতে নির্দেশ দেন বিডিও রজত কুমার বলিদাকে। শিবির থেকে উঠে আসে এলাকার উন্নয়নের বহু দাবি, উপস্থিত মহিলারা নিজেদের পাড়া গ্রামের সমস্যার কথা একে একে তুলে ধরতে শুরু করেন। কেউ চাইলেন পাড়ার জন্য পাকা রাস্তা, কেউ চাইলেন পানীয় জল, কেউ বা নিকাশি নালা পরিষ্কারের দাবী রাখলেন মন্ত্রীর সামনে। এবছর বৃষ্টির অভাবে ধান চাষ ঠিকমত করতে পারেনি ভলকার কৃষকরা।

তাই মন্ত্রীর সামনে অনেকেই কৃষি কাজে সেচের জলের জন্য জলের ব্যবস্থার কথা বলেন। অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমনিরা এসেছিলেন দল বেঁধে। তাঁদের অনেকেই তাঁদের কেন্দ্রগুলোর সংস্কার, পানীয় জলের দাবী করেন। ভল্কা স্কুলের ছাত্র ছাত্রীরা মিড ডে মিলের ঘর, বসবার বেঞ্চ ও শৌচাগারের দাবী করেন। অপর দিকে বন বস্তির বাসিন্দারা হাতির আক্রমণ থেকে বাঁচতে সৌর পথবাতির প্রয়োজনীয়তার কথা বলেন মন্ত্রীকে। সমস্তটাই লিপিবদ্ধ হয়েছে আশ্বাসও মিলেছে। বন মন্ত্রীর পক্ষ্য থেকে।