রাধানগরে মহিলা ফুটবল খেলার প্রস্তুতি চলছে জোড় কদমে। জানাগিয়েছে আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কুমারগ্রাম ব্লকের রাধানগর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে নবম বর্ষ আট দলিয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। একদিবসিয় এই খেলায় পাশ্ববর্তী রাজ্য আসাম এবং এরাজ্যের ভিভিন্ন জেলার মহিলা ফুটবল দলগুলি অংশ গ্রহন করবে। স্থানীয় আদিবাসী সান লাইট ক্লাবের মহিলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকার যুবক যুবতী এবং মহিলাদের মধ্যে উছ্বাস উদ্দিপনা লক্ষ্য করা গিয়েছে।

রবি বার বিকেলে রাধানগর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহিলা ফুটবল খেলা নিয়ে প্রস্তুতি বৈঠক করেন ক্লাবের সদস্য- সদস্যারা। এদিন খেলা পরিচালনার জন্য বিভিন্ন দায়িত্ব বন্ঠন করা হয় এলাকার যুবক – যুবতীদের মধ্যে। খেলাকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে রাধানগর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ।