গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপ এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার। মহিলাদের পাঁচ মাস বিনামূল্যে টেলারিং প্রশিক্ষণ দেয়ার পর টেলারিং মেশিন দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের কৃষ্ণনগর পশ্চিম ঘেরী এলাকায় শিশু বিকাশ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়কের উপস্থিতিতে এলাকার মহিলাদের টেলারিং প্রশিক্ষণ দেয়ার জন্য টেলারিং মেশিন প্রদান করা হয়। এই দিন কুড়িটি টেলারিং মেশিন প্রদান করা হয়।