মহা সমারোহে বারবিশায় অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা। কুমারগ্রাম ব্লকের বারবিশা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এলাকার মঙ্গল কামনায় এবছর সপ্তম বর্ষ গনেশ পূজা বলে জানা গিয়েছে। সমিতির হল ঘরের সামনে গণেশ পূজা উপলক্ষে বসেছে মিনি মেলা। জাতীয় সড়কের ধারে সার্ভিস রোড সেজে উঠেছে অত্যাধুনিক আলোকসজ্জায়।

সব মিলিয়ে এক কথায় বলা যেতে পারে বারবিশা ব্যবসায়ী সমিতির গণেশ পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের রব তৈরি হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় থাকছে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তারা জানিয়েছেন তিন দিন ব্যাপী গণেশ পুজা এবং আরতী চলবে চতুর্থ দিনে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান হবে।