ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অভয়ারণ্যের পাশেই এক নং চন্দননগর গ্রামে গভীর জঙ্গল থেকে বেরিয়ে এল এক মস্তবড় অজগর সাপ। গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলার সময় এই অজগর সাপটি গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখতে পেয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

গ্রামবাসীদের অভিযোগ, বনকর্মীরা সরকারি বাগানে আগুন দিয়েছিল, তারপরই হয়তো অজগর সাপটি সিপাহীজলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে এসেছে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে উদ্ধার করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়।