সাত সকালেই মৃ*তদে*হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাঁইথিয়া এলাকা। ময়ূরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃ*তদে*হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে ।এদিন সকালে স্থানীয়রা সাঁইথিয়ার তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষী নদীর জলে এক ব্যক্তিকে ভাসতে দেখে সাঁইথিয়া থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় জলের মধ্যে ভেসে থাকা ওই ব্যক্তি কে ।

ব্যাক্তির প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় মানিব্যাগ ও একটি মোবাইল ফোন । আর সেই মানিবাগেই ছিল তার সচিত্র পরিচয় পত্র দেখে জানা যায় তার নাম ঋত্বিক গড়ায। বাড়ি ময়ূরেশ্বর থানা এলাকার ময়ূরেশ্বর গ্রামে । আর এই ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকার ।