ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানে আবারও শ্রমিক বিক্ষোভ। নির্ধারিত দিনে মজুরি না দেওয়ায় বিক্ষোভ অসন্তোষ ছড়িয়েছে শ্রমিক মহলে। গত ২২ তারিখ শ্রমিকদের মজুরি দেওয়ার কথা থাকলেও বাগান কর্তৃপক্ষ তা দেয়নি বলে অভিযোগ উঠেছে। এর আগেও একাধিকবার নির্দিষ্ট সময়ে মজুরি দেওয়া হয়নি বলে জানান শ্রমিকরা। জানা গেছে, বর্তমানে বাগানে প্রায় ৭০০ শ্রমিক কর্মরত। দীর্ঘ ২০ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের ১০ আগস্ট পুনরায় খোলা হয় রেড ব্যাঙ্ক চা বাগান। তবে শ্রমিকদের দাবি, প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েক মাসের মধ্যেই মজুরি প্রদানে অনিয়ম শুরু হয়। চলতি মাসের ২২ তারিখে মজুরি দেওয়ার দিন ধার্য ছিল।

কিন্তু সেদিনও মজুরি না মেলায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অন্যদিকে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে। পূজোর মুখে মজুরি ও বোনাস দুটোই শ্রমিকদের হাতে পৌঁছবে কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার সকাল থেকে বাগানের ভেতরে ও বাইরে শ্রমিকরা বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ সময়মতো মজুরি প্রদান না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।