গঙ্গা ভাঙন যেন বাৎসরিক উৎসব হয়ে দাড়িয়েছে মালদার মানিকচক জুড়ে। বর্ষা নামতেই শুরু হয়েছে জোরদার ভাঙ্গন। কখনো ভুতনি তো কখনো গোপালপুর ডোমহাট এলাকা জুড়ে চলছে নদী ভাঙ্গনের খেলা। মানিকচকের জোতপাট্টা,রামনগর এলাকাতেও একই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। ভাঙ্গন রোধে পাকাপাকি কাজের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখান I স্থানীয় মহিলারা প্রশাসনের কাজে কোনভাবেই সন্তুষ্ট নন I তারা বালির বস্তা দিয়ে হবে না, চান স্থায়ী সমাধান। কিছুদিন আগেই খবরের জেরে ভাঙ্গন রোধের কাজ বালির বস্তা দিয়ে হয়েছিল’ তবে এ কাজে খুশি নন এলাকাবাসী ।

তাদের দাবি এতে কোনোভাবেই ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। ভাঙ্গন রোধ করতে গেলে পাকাপাকি কাজের প্রয়োজন। ইতিমধ্যে এলাকার প্রায় ২০০ মিটার জমিসহ এলাকা গঙ্গা গর্ভে। ফলে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। এ প্রসঙ্গে দক্ষিণ মালদা জেলা সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল জানান, গঙ্গা ভাঙন মালদা জেলার ব্যাধি। জেলা প্রশাসন এই ব্যাধিকে রোধ করতে অক্ষম। বছর বছর উৎসবের মেজাজ এ গঙ্গা ভাঙ্গন আসে I কিছু সুবিধাভোগী মানুষদের বেশ সুবিধা হলেও হাজার হাজার মানুষের ভিটে ঘর মাটি ছাড়া হতে হয়। গঙ্গা ভাঙানোর স্থায়ী কাজ না করলে কোন ভাবে ভাঙ্গন রোধ করা সম্ভব না। প্রতিবছর কোটি কোটি টাকার কাজ হয় কাজ শেষে সব টাকায় জলে যায় অর্থাৎ পেটে যায় এমনটাই জানান তিনি। কোটি কোটি টাকা আত্মসাৎ করে কাট্মানি চলে, আর দুর্ভগ ভুগতে হয় সাধারণ মানুষদের। স্থায়ী সমাধানে ব্যর্থ বর্তমান সরকার বর্তমান সরকার দাবি বিজেপির I