ভলকা জনকল্যাণ যুব কমিটির উদ্যেগে ভলকা বারবিশা ২নং গ্রাম পঞ্চায়েতের ভলকা ধর্ম গলার মাঠে দোল সওয়ারি উপলক্ষ্যে মেলা। মঙ্গলবার সকাল থেকে পুরোনো রীতি রেওয়াজ মেনে নিয়মনিষ্ঠায় চলে পূজার্চনা।মা বোনেরা আবির খেলায় মেতে ওঠেন।

পুজো, মেলার মাঠ চত্বরে পসরা সাজিয়ে বসেছে রকমারি দোকানপাট।সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গভীর রাত পর্যন্ত পৌরাণিক যাত্রা পালার আনন্দ নেবেন উৎসাহ দর্শক।
জানা গিয়েছে, এই দোল উৎসব এবারে ৫৮ তম বর্ষের। প্রতিবছর চতুর্থ দোল সওয়ারির দিন পালিত হয়ে আসছে।পুজো মেলা নিয়ে এলাকার প্রত্যেকের আনন্দ আবেগ জুড়ে থাকে।