পশ্চিম ত্রিপুরা জেলা বামুটিয়া পুলিশ ফাঁড়ি থানার অন্তর্গত বেরীমুড়া এলাকায় অতিরিক্ত গতিতে এসে TR 01 BU 0443 নম্বরের একটি গাড়ি আগরতলা-বামুটিয়া সড়কের বেরীমুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে,এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। কিন্তু, গাড়িতে থাকা চালক সহ ৫ যাত্রীর কেউই আহত হননি।

স্থানীয় এক যুবক জানান, আজ ভোরে দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাদের ঘুম ভাঙ্গে এবং তারা বেরিয়ে এই দৃশ্য দেখতে পান। স্থানীয়দের ধারণা তারা হয়তো নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন, তাই অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে গেছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে।