ভয়াবহ অ*গ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকের মথুরাপুর সুকান্ত মার্কেটে। মার্কেটের দোতলায় অবস্থিত এক জুতোর দোকান ও তার গোডাউনে অ*গ্নিকান্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল রবিবার বিকালে। অ*গ্নিকান্ডে পুড়ে ছারখার হয়ে গেল কয়েক লক্ষ টাকার জুতো। জানা গেছে, মথুরাপুর সুকান্ত মার্কেটে রয়েছে মহম্মদ লিয়াকত আলি নামে এক ‘ব্যক্তির জুতোর দোকান।

রবিবার বিকালের দিকে সেই দোকানেই কোনভাবে আ*গুন ধরে যায়। দোকানের দ্বিতীয়তলায় অবস্থিত জুতোর গোডাউন থেকে প্রথমে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে দাউ দাউ করে আ*গুন জ্বলে ওঠে। যা দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন মালদা দমকল দপ্তরে। কিন্তু দমকল আসার আগেই গোডাউনে মজুত কয়েক লক্ষ টাকার জুতো আ*গুনে পুড়ে নষ্ট হয়ে যায়। যদিও পরে স্থানীয় ব্যবসায়ীরা গোডাউন ঘরের দেওয়াল ভেঙে আ*গুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দমকল কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থল পৌঁছান এবং আ*গুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।