ইতিমধ্যেই বীরভূমের বোলপুর শহরে এসে পৌঁছেছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ তিনি শান্তিনিকেতনের রাঙা বিতান সরকারি অতিথি নিবাসে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। জানা গেছে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির একাধিক সদস্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যদিও সকলের সঙ্গে দেখা না হলেও কোর কমিটির দুই সদস্য—এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষের সঙ্গে প্রায় দশ মিনিট ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

তবে সাংবাদিকদের মুখোমুখি হতে নারাজ ছিলেন অনুব্রত মণ্ডল। এদিকে জানা গেছে, আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১১টায় গীতাঞ্জলিতে একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুর ১টা থেকে ২টার মধ্যে বাংলা ভাষা দিবস উপলক্ষে এক বিশেষ পথযাত্রায় অংশগ্রহণ করবেন তিনি। এই মিছিল শুরু হবে বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে, যাত্রাপথ অতিক্রম করে যাবে চৌরাস্তা হয়ে জামবুনি বাসস্ট্যান্ড পর্যন্ত—যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি অবস্থিত। সেখানে মাল্যদান করে শেষ হবে কর্মসূচি।
এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে বোলপুর জুড়ে চড়ছে রাজনৈতিক উত্তপ্ত।