বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগ ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ন। এই ডিজিটাল যুগে ত্রিপুরা গোমতী জেলা করবুক মূখছুড়ি গ্রাম পঞ্চায়েত গ্রামের বিএসএনএল মোবাইল নেটওয়ার্কের বেহাল পরিষেবা নিয়ে গ্রামের জনজাতি মানুষজনরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মন্দির ঘাট থেকে যতনবাড়ি যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিএসএনএল নেটওয়ার্কের এই বেহাল পরিষেবার কথা মন্ত্রী, বিধায়কদের নজরে আসা সত্ত্বেও তারা আজ পর্যন্ত বিএসএনএল মোবাইল নেটওয়ার্কের সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে ক্ষুব্ধ জনজাতি মানুষজনরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। । মূখছুড়ি থেকে মন্দির ঘাট এলাকায় যোগাযোগ ব্যবস্থার জন্য বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবা দীর্ঘ ১০ থেকে ১২ বছর আগে বসানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত গ্রামের জনগন এই বিএসএনএল নেটওয়ার্কের পরিষেবা একদিন ও সঠিক ভাবে পায়নি বলে ক্ষুব্দ জনজাতি মানুষজনরা ক্ষোভের সহিত জানিয়েছেন ।

জনজাতি এলাকাবাসীর আরো অভিযোগ, ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র তীর্থমূখে পৌষ সংক্রান্তি মেলা ও ভোটের সময় এলে তখন বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবা চালু করানো হয়, এরপর আবার বন্ধ থাকে নেটওয়ার্ক পরিষেবা। ক্ষুব্ধ জনজাতি মানুষজনদের আরো অভিযোগ, যদি বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা নারিকেল কুঞ্জে যেতে হয় তাহলে তীর্থমূখ ও মন্দির ঘাট আসার পর মোবাইল নেটওয়ার্কের পরিষেবা অকেজো হয়ে পরে। যার ফলে পর্যটকরা কোন অসুবিধায় পড়লে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না । তাছাড়া, যদি গ্রামের কোন মানুষ অসুস্থ হয় তাহলে জরুরী কালীন পরিষেবার সাথে যুক্ত কারোর সাথে যোগাযোগ করা যায় না। সেজন্য আজ সকল জনজাতি গ্রামবাসীরা সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয়েছেন। এদিকে এই সড়ক অবরোধের খবর পেয়ে করবুকের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট ফুলরুন চাকমা দ্রুত মোবাইল নেটওয়ার্কের পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ জনজাতি মানুষজনরা।