বীরভূমের বোলপুর বাসস্ট্যান্ডে ধরা পড়লো এক হৃদয়বিদারক চিত্র। দিন কয়েক আগে, এক ছেলে তার অসুস্থ বৃদ্ধ মাকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে চুপচাপ চম্পট দেয়। ঘটনাটি নজরে আসে স্থানীয় মানুষজনের। জানা গেছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় দিন কাটাচ্ছিলেন। মায়ের পাশে থাকার পরিবর্তে, ছেলে যুক্তি দেয় — “বাড়িতে তার আর কোন স্থান নেই।” প্রশ্ন উঠছে, তাহলে কি মা এখন ছেলেদের কাছে এক বোঝা হয়ে গিয়েছেন?

রবিবার রাতে বৃদ্ধা আরও অসুস্থ হয়ে পড়েন। কাঁপা গলায় কিছু বলতে চাইলেও সম্পূর্ণ কথা বলতে পারেননি তিনি। ওই দৃশ্য দেখে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারা। দ্রুত খবর যায় সমাজসেবামূলক সংগঠন অধিকার ফাউন্ডেশন-এর সদস্যদের কাছে।সংস্থার কয়েকজন যুবক তড়িঘড়ি একটি টোটো ডেকে বৃদ্ধাকে নিয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নেন অধিকার ফাউন্ডেশনের ওই সদস্যরা।
এই মানবিক উদ্যোগ দেখে এলাকাবাসীরা তাঁদের প্রশংসায় পঞ্চমুখ। একইসঙ্গে উঠছে একটি নির্মম প্রশ্ন—”মা কি সত্যিই আজ এক অনাহুত বোঝা হয়ে দাঁড়িয়েছে সন্তানদের কাছে ?” এমন নির্মম ঘটনায় সমাজের বিবেককে আবার একবার নাড়া দিলো। পাশাপাশি, অধিকার ফাউন্ডেশনের মানবিক ভূমিকা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয় হয়ে থাকলো।
বৃদ্ধ এই মহিলাটাকে কেউ সহৃদয় ব্যক্তি চিনে থাকেন তাহলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন 62967 77386