বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা শিবির I এছাড়াও বৃক্ষরোপণ, রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি জুনিয়র গার্লস স্কুলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপথ, অ্যাডিশনাল এসপি( গ্রামীণ) সমীর আহমেদ, ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, রামসাই গ্রাম পঞ্চায়েত প্রধান, পানবাড়ী জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ I

এদিন অনুষ্ঠানের শুরুতে প্রথমে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় I এরপরে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ব্লাড ডোনেট ক্যাম্পের উদ্বোধন হয় I এদিন পুরুষ ও মহিলা মিলে মোট ৫৫ জন রক্ত দান করেছেন I তার সাথে স্বাস্থ্য শিবির সহ প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ করা হয় I জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এদিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে পানবাড়ি জুনিয়র গার্লস স্কুল ও প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।