বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা মহিলার সঙ্গে দীর্ঘ সাত বছর ধরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এক সরকারি স্কুল শিক্ষক। পরে বিয়ে করতে অস্বীকার করায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। ধৃত সেই শিক্ষকের নাম সঞ্জয় কুমার বাইন। ফুলবাড়ি মার্ডারমোড় এলাকার বাসিন্দা। অভিযোগ, পূর্ব ধনতলার এক বিধবা মহিলার সঙ্গে সাত বছর আগে সম্পর্কে জড়ান ঐ শিক্ষক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই মহিলার সঙ্গে সহবাস করেন তিনি।

তবে অভিযোগকারিণীর দাবি, পরবর্তীতে অভিযুক্ত শিক্ষক বিয়ে করতে অস্বীকার করেন। বৃহস্পতিবার এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি নিজেও বিবাহিত বলে জানা গেছে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।