মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি হবে বিপ্লবী ঘোষ গণেশ পূজা কমিটি দূর্গো পুজোর থিম প্যান্ডেল। এ বছর বিপ্লবী ঘোষ গণেশ পুজা কমিটির দুর্গা পুজা ৪২তম বর্ষে পদার্পণ করলো বলে জানাগিয়েছে। পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে মায়াপুরের ইসকন মন্দির।

থিম অনুযায়ী সাজানো হবে এক আকর্ষণীয় ও মনোরম মণ্ডপ, য শিলিগুড়িবাসীর জন্য এক বিশেষ উপহার হয়ে উঠবে। বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হল এই বছরের পুজোর প্রস্তুতির। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা সহ স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা। উদ্যোক্তারা জানান, পূর্বের মতোই এবছরও ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এই পূজা হবে এক স্মরণীয় অভিজ্ঞতা। থিমের রূপায়ণ এবং আলোকসজ্জা হবে দর্শনীয় এবং পরিবেশবান্ধব।