বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

বিপ্লবী ঘোষ গণেশ পুজা কমিটির খুঁটি পুজা সম্পন্ন হলো।

মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি হবে বিপ্লবী ঘোষ গণেশ পূজা কমিটি দূর্গো পুজোর থিম প্যান্ডেল। এ বছর বিপ্লবী ঘোষ গণেশ পুজা কমিটির দুর্গা পুজা ৪২তম বর্ষে পদার্পণ করলো বলে জানাগিয়েছে। পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে মায়াপুরের ইসকন মন্দির।

থিম অনুযায়ী সাজানো হবে এক আকর্ষণীয় ও মনোরম মণ্ডপ, য শিলিগুড়িবাসীর জন্য এক বিশেষ উপহার হয়ে উঠবে। বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হল এই বছরের পুজোর প্রস্তুতির। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা সহ স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা। উদ্যোক্তারা জানান, পূর্বের মতোই এবছরও ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এই পূজা হবে এক স্মরণীয় অভিজ্ঞতা। থিমের রূপায়ণ এবং আলোকসজ্জা হবে দর্শনীয় এবং পরিবেশবান্ধব।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top