বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

বিজেপি করার অপরাধে বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি করার অপরাধে বিজেপির বুথ সভাপতিকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বেধড়কভাবে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তওই বিজেপির বুথ সভাপতি। যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল। রবিবার রাতে তুফানগঞ্জ-২ ব্লকের বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মানসাই বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছাড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। উত্তেজনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বক্সিরহাট থানার পুলিশ । আক্রান্ত বিজেপির ওই বুথ সভাপতি নাম অমৃত দাস। তিনি বারকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের ৯/২৩৭ নং বুথের বুথ সভাপতি বলে জানা গিয়েছে । জানা যায়, অমৃত দাস রবিবার সন্ধ্যায় মানসাই বাজারে আসলে তাঁকে বাজার থেকে মানসাই বাজার তৃণমূল দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায় তৃণমূলের লোকজন।সেখানেই তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বর্তমানে ওই বিজেপি বুথ সভাপতি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় আজ বিজেপির তরফে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি অমৃত দাস জানান, আমি দীর্ঘদিন ধরে বিজেপির জন্য লড়াই করে আসছি। আমি একজন বিজেপির বুথ সভাপতিও বটে। তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি। সেই আক্রোশের বসে গতকাল আমি মানসাই বাজারে আসলে আমাকে তৃণমূলের কর্মীরা তাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়কভাবে মারধর করে। এবং হুমকি দেয়, ঘটনার কথা কাউকে প্রকাশ করলে আমার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে। বর্তমানে আমার বুকে পিঠের, মাথায় বেধরকভাবে মারধর করা হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করব। যদিও বিজেপির তোলা অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লক যুব সভাপতি মহেশ বর্মন বলেন, নিজেদের পারিবারিক অশান্তির জেরে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই। বিধানসভা ভোটের আর বেশিদিন নেই, তাই দলকে কালিমা লিপ্ত করতেই এ ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। প্রশাসনকে বলবো বিষয়টি নিরপেক্ষ তদন্ত করতে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশি টহলদারি চলছে।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top