রবিবার ভোর রাতে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ২৭নং জাতীয় সড়কের তেলিপাড়া স্কুল এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের I এই ঘটনায় রীতিমত শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । জানা গিয়েছে ,শামুকতলা রোড এলাকায় একটি হোটেলে ওই দুই যুবক কাজ করত I

রবিবার রাতে রায়ডাক ২নং নদীতে শ্রাবণী মেলা দেখতে এসে ফেরার পথে একটি ট্রাকের পেছনে সজোরে বাইক নিয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃ*ত্যু হয় । মৃ*ত দুই যুবকের নাম গৌরাঙ্গ বর্মন ও মাধব দেবনাথ । কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃ*তদেহ দুটি উদ্ধার করেছে । সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃ*তদেহ ময়নাতদন্ত পর পরিবারে হাতে তুলে দেওয়া হবে ।