রাজ্যস্তরের কাবাডি প্রতিযোগিতায় অংশ নেবে বারবিশা বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রী। আলিপুরদুয়ার জেলা কাবাড়ি দলের হয়ে বারবিশা বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পূজা দাস, দশম শ্রেণীর সুস্মিতা দেবনাথ এবং শাহিনুর খাতুন এই তিন ছাত্রী খেলবে রাজ্য স্থরের কাবাডি প্রতিযোগিতায়। জেলাস্তরের খেলায় বারবিশা বালিকা বিদ্যালয়ের কাবাডি দল রানার্স দল হয়েও, ভালো খেলার সুবাদে এই তিন জন জেলার অনুর্ধ ১৯ মহিলা দলে সুযোগ পেয়েছে। জানাগিয়েছে আগামী ২৯ শে আগষ্ট থেকে ২রা সেপ্টেম্বর পাঁচ দিন ব্যাপী কলকাতার সল্টলেগে রাজ্য স্থরের পুরুষ এবং মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনে অনুর্ধ ১৯ মহিলা কাবাডি প্রতিযোগিতায় অংশ নেবে আলিপুরদুয়ার জেলার মহিলা কাবাডি দল, সেদলে খেলবে পুজা, সুস্মিতা এবং শাহিনুর। বারবিশা বালিকা বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ তপতি সরকার জানান – যে তিন জন খেলতে যাচ্ছে তারা প্রত্যেকেই খুব সাধারণ ঘড়ের মেয়ে। তারা নিজের পরিশ্রমে এতদূর এগিয়েছে আমরা স্কুলের পক্ষ থেকে তাদের সাফল্য কামনা করছি।