সিপিএমের শ্রমিক সংগঠন সিটু থেকে তৃণমূলে যোগদান করল ৫৪টি শ্রমিক পরিবার। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের আউট ডিভিশন ৮ নাম্বার এলাকায় যোগদান কর্মসূচির মধ্য দিয়ে এলাকার ৫৪টি শ্রমিক পরিবার সিটু ছেড়ে তৃণমূলে যোগদান করে।

যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ওন দাস লোহারা ও অন্যান্য নেতৃত্বরা। যোগদান কর্মসূচির পর সংগঠন মজবুত হচ্ছে ও আসন্ন ২০২৬ এর নির্বাচনে ভালো ফল হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা