শিলিগুড়ি শহরে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুরনিগম। এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসল পুরনিগম। বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই সংক্রান্ত এক সচেতনতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র-পরিষদের সদস্যরা সহ পুরনিগমের একাধিক আধিকারিক। সভায় শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যক্তিগত মালিকানাধীন দোকান, বেসরকারি অফিস, রেস্তোরাঁ, হোটেল ও হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনায় সমস্ত সংগঠনই বাংলা ভাষায় সাইনবোর্ডের বিষয়টি সমর্থন করেন। তবে অনেকেই জানান, সময় কম থাকায় তা কার্যকর করতে সমস্যায় পড়ছেন তারা। সেই আবেদনের ভিত্তিতে মেয়র জানান, মহালয়ার আগ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।মেয়র গৌতম দেব বলেন, “দুইবার নির্দিষ্ট তারিখ ধার্য করা হয়েছিল। পরে ব্যবসায়ীদের কিছু সমস্যার কথা সামনে আসে, যার ফলে কাজ কিছুটা থমকে যায়। তবে আজকের সভায় সকলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে—সব ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও সাইনবোর্ড যাতে লাগানো হয়।”