বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে বাড়ি ফেরার পথে দুর্ধটনায় মৃত্যু হল এক যুবকের।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার আংরাভাষা সংলগ্ন ধীরেন দোকান এলাকায়।মৃত যুবকের নাম বিশ্বজিত সরকার।তার বাড়ি ধূপগুড়ির দক্ষিণ আলতাগ্রামে।জানা যায় এদিন চার বন্ধু মিলে মোটর বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল।গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসার পথে ধীরেন দোকান এলাকায় একটি বাইকের সাথে লরির ধাক্কা লাগলে বাইক থেকে ছিটকে পড়ে বিশ্বজিত।

বিষয়টি দেখতে পেয়ে আসে পাশে লোকজন ছুটে আসে।দ্রুত বিশ্বজিতকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিতকে মৃত বলে ঘোষনা করে।প্রাথমিক ভাবে অনুমান বাইক থেকে পড়ে গিয়ে মাথাতে গুরুতর আঘাত লাগে।মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলে।এদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ।দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।এদিকে তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আলতাগ্রাম এলাকায়।