হাতির সংখ্যা বাড়াতে আমি খুঁশি,বললেন বন মন্ত্রী বিরবাহা হাঁসদা। শনিবার কুমারগ্রাম ব্লকের ভল্কা উচ্চবিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছিলেন বন মন্ত্রী বিরবাহা হাঁসদা সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে সেটা নিয়ে তো অবজেকশন হচ্ছেনা, বন মন্ত্রী হিসেবে আমি গর্ভবোধ করি হাতির সংখ্যা বেড়েছে,বাঘের সংখ্যা বাড়ছে। আমাদের তরফ থেকে সব কিছুর সংখ্যা বাড়াচ্ছি,.

কিন্তু মানুষ যাতে ভালো থাকে এবং বন্য প্রাণীরাও যাতে ভালো থাকে, পরিবেশের ভারসাম্য যেন ঠিক থাকে। মানুষ এবং বন্য প্রাণী যাতে সবাই ভালো থাকে তার জন্য বন দপ্তর এবং বন কর্মীরা কাজ করে যাচ্ছে। সব শেষে মানুষকে আরো বেশি করে সচেতন হওয়ার বার্তা দেন বন মন্ত্রী বিরবাহা হাঁসদা।