বচসার জেরে স্ত্রীর হাতে খু*ন হল স্বামী, স্বামী খু*নের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা জেলার মানিকচকের নীলকন্ঠ টোলা এলাকায়। একটি নির্জন আমবাগান থেকে উদ্ধার হল স্বামীর নিথর মৃ*তদেহ। জানা গেছে, মৃ*ত ব্যক্তির নাম উত্তম হালদার। বাড়ি মালদার রতুয়ার বালুপুর এলাকায়। স্ত্রী’র নাম সান্তনা কুমারী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে, দিল্লিতে স্বামী ও স্ত্রী দুজনে দিনমজুরের কাজ করত এবং সেখানেই থাকতো। স্থানীয় সূত্রে খবর, দিল্লিতে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকত।

বিগত কয়েকদিন আগে দিল্লী থেকে ভূতনির নীলকন্ঠ টোলা এলাকায় জামাইবাবু অশোক মন্ডলের বাড়িতে আসেন সান্তনা। এরপর স্ত্রীর খোঁজ করতে করতে দিল্লি থেকে অশোক মন্ডলের বাড়ি আসেন ঐ মহিলার স্বামী উত্তম হালদার। সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে চরম গন্ডগোল। স্ত্রীকে নিয়ে যেতে টানা হেচরা তৈরি হয়। এরপর বাড়ি থেকে বেরিয়ে একটি আম বাগানে পৌঁছে যায় তারা।সেখানে স্ত্রী স্বামীর গলা টিপে ধরে শ্বাস রোধ হয়ে মৃ*ত্যু হয় উত্তমের। খবর চাউর হতেই আম বাগানে ভিড় জমাতে শুরু করে স্থানীয় লোকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে ছুটে আসেন ভুতনি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ।