শনিবার আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম বক্সায় মিশন নির্মল বাংলা অভিযানে নামলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না।
মূলত ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র বক্সা পাহাড়কে প্লাষ্টিকমুক্ত গ্রাম তৈরি করতে এবং পাহাড়ি গ্রামের বাসিন্দাদের সাথে জনসংযোগ বাড়াতে শনিবার এই অভিযান চালানো হয়। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের শান্তালা বাড়ি এলাকা থেকে শুরু করে বক্সা পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রাস্তা ঘাটের পাশে থাকা নানান প্লাস্টিক ও নোংরা আবর্জনা নিজ হাতে সাফাই করলেন মন্ত্রী বেচারাম মান্না। নোংরা আবর্জনার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিলেন মন্ত্রী। মন্ত্রীকে সামনে পেয়ে রাস্তা নির্মান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ, পাট্টা প্রদান সহ একাধিক দাবিতে সরব হলেন বাসিন্দারাও।

এলাকার গ্রামবাসীদের কাছ থেকে অভাব অভিযোগের কথা শুনে, বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। পারি গ্রামে সাফাই অভিযানের পাশাপাশি, এলাকার কৃষকদের চাষে আরও উদ্বুদ্ধ করা হবে বলেও মন্ত্রী জানালেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা এই বক্সা পাহাড়ে রয়েছে ১৩ টি গ্রাম। তবে অভিযোগ, এখনও পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা না থাকায়, সেই পাহাড়ি পাথুরে উর্বর পথ পেরিয়েই গ্রামবাসী থেকে শুরু করে পর্যটকদের যাতায়াত করতে হয়। ফলে পাহাড়ি ওই রাস্তা সংস্কারের দাবিও জানালেন গ্রামবাসীরা। এছাড়াও বেশ কিছু মাস ধরে বন্ধ রয়েছে পাহাড়ে থাকা একটিমাত্র স্বাস্থ্য কেন্দ্রও। ফলে কেউ অসুস্থ হলে, তাকে কাঁধে নিয়ে সমতলে নেমে ছুটতে হয় আরো ৩০ কিলোমিটার দূরে থাকা আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কিংবা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। এদিন গ্রামবাসীরা এই সমস্যাও সমাধানের জন্য মন্ত্রীকে আবেদন জানান। মন্ত্রীকে সামনে পেয়ে এদিন পাহাড়ে থাকা গ্রামবাসীদের একাধিক সমস্যা সমাধানের দাবি মন্ত্রীর সামনে রাখলেন প্রত্যন্ত বক্সা পাহাড়ের গ্রামবাসীরা।