বীরভূমের কীর্ণাহার থানার লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করলো কীর্ণাহার থানার পুলিশ।আজ সকালে কীর্ণাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে। ১০ পিস বোমা রয়েছে এই পুকুরে।কে বা কারা বা কি উদ্দেশ্যে এই বোমাগুলি পুকুরে রেখেছিল তার তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ। ইতিমধ্যে বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য।

বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে সেটাই এখন সব থেকে বড় প্রশ্নের? সাধারণ মানুষ অনেক কিছু কাজে-পুকুরের জল ব্যবহার করে হঠাৎ যদি কারো বিপদ হয়ে যায় তার দায় কে নেবে?