রবিবার সকালে বারবিশা সিগ – নেচার অ্যাকাডেমি র উদ্যোগে ফুলগ্রাম শীল বাংলা করম পূজার মাঠে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ক্যারাটে কর্মশালা। স্থানীয় ৪০ জন কচিকাঁচা কে নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেনসেই সপ্তপর্ণী চক্রবর্তী।

সম্প্রতি সপ্তপর্ণী চক্রবর্তী এশিয়ান ক্যারাটে ফেডারেশনের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জাজ হিসেবে নির্বাচিত হয়েছেন। এইজন্য বারোবিশা সিগনেচার একাডেমি তরফ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।
এ বিষয়ে সপ্তপর্ণির কাছে জানতে চাইলে তিনি জানান বর্তমান বিশ্বে ঘরে বাইরে সর্বত্র শিশু কন্যারা অরক্ষিত। তাই আত্মরক্ষায় একমাত্র পথ নিজেকে সুরক্ষিত রাখার। আজকের ক্যারাটে প্রশিক্ষণে তাই আত্মরক্ষাকে গুরুত্ব দিয়েছি। এত প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের মধ্যে উৎসাহ দেখে আমি অভিভূত।