কথায় বলে যার সাথে মজে মন কিবা হারি কিবা ডোম। ৪৫ বছরের গৃহবধূর সঙ্গে ২৬ বছরের অবিবাহিত যুবকের পরকীয়ার সম্পর্কে চাঞ্চল্য। বিয়ের দাবিতে যুবকের বাড়িতে এসে হাজির গৃহবধূ। এদিকে কুশ পুতুল দাহ করে পরকীয়া সম্পর্কে জড়িত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বগরিবাড়ি এলাকার ১৫/ ৯২ নম্বর বুথে। ঘটনার বিবরনে জানা যায় ২০০৭ সালে এলাকার বাসিন্দা অজিত সরকারের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় কুর্শামারির এক যুবতীর।

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে তাদের সংসারে নেই কোন সন্তান। ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করলেও গৃহবধুর সন্তান হয়নি। জানা যায় গত তিন বছর ধরে বগরিবাড়ী এলাকার বাসিন্দা ২৬ বছরের সুনীল রায় নামের এক যুবকের প্রেমে পড়ে ওই গৃহবধূ। এর মধ্যে তারা পালিয়েও যায়। এরপর বাড়িতে ফিরে আসলে স্বামী অজিত সরকার স্ত্রীকে গ্রহণ করতে চাননি। পরবর্তীতে বাবার বাড়িতে থাকে ওই গৃহবধু। শনিবার দুপুরে ওই গৃহবধূ যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেন। অবিবাহিত যুবকও গৃহবধূকে বিয়ে করতে রাজি বলে জানা গেছে। এদিকে স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিমানে জীবিত স্ত্রীর কুশপুতুল তৈরি করে শ্বশানে নিয়ে গিয়ে হিন্দুরীতিমতে শ্রাদ্ধ করলেন স্বামী।