প্রবীণ ব্যক্তিকে অটোতে তুলে নিয়ে গিয়ে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিৎ দাস (মাথাভাঙ্গার বাসিন্দা) এবং পিন্টু রায় (কোচবিহারের বাসিন্দা)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীন ঐ ব্যাক্তি সোমবার দুপুরে অটো রিজার্ভ করে দার্জিলিং মোড়ে যান, সেখান থেকে গন্তব্যস্থলে কাজ সেরে পরে ফের দার্জিলিং মোড়ের দিকে রওনা হলে মহানন্দা ব্রিজের কাছে অটো দাঁড় করানো হয়। অভিযোগ, সেই সময় অটোচালক ও অটোতে থাকা আরেক ব্যক্তি ওই প্রবীণ ব্যক্তির কাছ থেকে সমস্ত নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং মারধর করে। এরপর তাঁকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর আতঙ্কিত ওই প্রবীণ ব্যক্তি ভক্তিনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার অ্যান্টি ক্রাইম উইং তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। সোমবার রাতেই মহানন্দা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অটোসহ দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ধৃতরা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ অর্থও উদ্ধার হয়েছে। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।