অবশেষে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের নয় টি বেওয়ারিশ লা*শ পুড়িয়ে ফেলার ব্যাবস্থা হল।রবিবার শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি মহিলা সৎকার বাহিনী মুক্তধারার উদ্যেগে পচে যাওয়া মৃ*তদে*হ গুলি কালিবাড়ি স্মশানে সৎকার করা হল।ওই বাহিনীর দশজন সদস্য এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এসে যাবতীয় কাগজপত্র বুঝে নিয়ে মৃ*তদে*হগুলি সৎকার করেছে।অবশেষে হাসপাতাল কতৃপক্ষ স্বস্তি পেল। শিলিগুড়ির ওই স্বেচ্ছাসেবী সংগঠন সুপার কে ফোন করে মৃ*তদে*হ সৎকার করার কথা জানায়।

সেইমত রবিবার পুন্য মর্যাদায় দে*হ গুলি সৎকার হল।এই ঘটনায় খুশি আলিপুরদুয়ার বাসী।ওই সংস্থার এক কর্মকর্তা জানান,আমরা উদ্যেগ নিয়ে এসেছি।কাঠ ও অন্যান্য খরচ হাসপাতাল কতৃপক্ষ দিয়েছে।আমরা নিয়ম মাফিক এ ধরনের কাজ করে থাকি।আজ ও নিয়ম মেনে দে*হগুলি সৎকার করা হয়েছে।