যা এদিন বিকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়। আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ১২নং ওয়ার্ডের কাউন্সিলর বিভূতি ভূষণ ঘোষ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মন্ডল, সমাজসেবী নবরঞ্জন সিনহা, বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্যরা।

এদিন মিলন মেলার উদ্বোধনের পর প্রথমে আমন্ত্রিত অতিথিদের মেলা কমিটির তরফে সংবর্ধনা জানানো হয়। এরপর মঞ্চে পরিবেশিত হয় নাচ, গান সহ নানান অনুষ্ঠান। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাচামারি গভমেন্ট কলোনীর ময়দান। মিলন মেলার মূল উদ্যোক্তা কাউন্সিলর শ্যাম মন্ডল জানান, ‘পাঁচদিন ব্যাপী এই মিলন মেলাকে কেন্দ্র করে নানান সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। পাশাপাশি পাঁচদিন ধরে চলবে মেলা। তাই এই মেলায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ।