পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে সোমবার শিলিগুড়ি পৌরনিগমের এমএমআইসি স্বাস্থ্য দুলাল দত্তকে এক স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, স্বাস্থ্যকর্মীদের তরফে ১৫ হাজার টাকা বেতন, জনসংখ্যার চাপ কমিয়ে হাজার থেকে বারোশো জনসংখ্যায় কাজ করানো সহ মোট 14 দফা দাবি স্মারকলিপির মধ্য দিয়ে তুলে ধরা হয়। এদিন স্বাস্থ্যকর্মীদের এই মিছিল শিলিগুড়ির ভেনাস মোড় থেকে সংঘবদ্ধ হয়ে শিলিগুড়ি পৌরনিগমের কাছে এসে পৌঁছায়।

এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকে তারা। পরে দশ জনের প্রতিনিধি দল পৌঁছায় এমএমআইসি দপ্তরে।
এদিন স্বাস্থ্যকর্মীদের এই মিছিলের আগে শিলিগুড়ি পৌরনিগমের বাইরে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে মোতায়ন করা হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী।