বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

পর্যটকদের জন্য প্রকৃতি-পুজো- হাতি তিনের মেলবন্ধনে সাজছে গরুমারা।

দুর্গা পুজায় প্রধান আকর্শন হাতি, বনদফতরের নতুন উদ্যোগে পর্যটকদের জন্য হাতিকেই তুলে ধরা হচ্ছে প্রধান আকর্ষণ হিসেবে। সাজানো হচ্ছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প, যেখানে পর্যটকরা কাছ থেকে হাতির জীবনযাপন দেখতে পাবেন।
মূর্তি নদীতে হাতির স্নান থেকে শুরু করে সেলফি জোনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কুনকির সঙ্গে ছবি তোলার সুযোগ—সব মিলিয়ে উৎসবের আমেজে অন্যরকম রঙ চড়াচ্ছে গোরুমারা। শুধু তাই নয়, হাতির ‘পাঠশালা’ ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের। হস্তিশাবক কীভাবে কুনকি হয়ে ওঠে, প্রশিক্ষণে বনকর্মীরা কী ভাষায় তাদের সঙ্গে কথা বলেন, কিংবা পিলখানায় ফেরার পর কুনকিদের সাজিয়ে তোলার খুঁটিনাটি—সবটাই এবার চাক্ষুষ করা যাবে। ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, “হাতিকে কেন্দ্র করেই আমরা পুজোর প্যাকেজ সাজাচ্ছি।

চাইছি, পর্যটকরা শুধু হাতি-সাফারিতে সীমাবদ্ধ না থেকে হাতির সঙ্গে সময় কাটান, তাদের বোঝার চেষ্টা করুন। এতে যেমন বন্যপ্রাণ রক্ষার বার্তা পৌঁছাবে, তেমনই মানুষ-হাতি সংঘাত রুখতেও সচেতনতা তৈরি হবে।”তবে এখানেই শেষ নয়। লাটাগুড়ির বিচাভাঙা বনবস্তিতে প্রতিবছরের মতো এবারও হবে দুর্গাপুজো। কিন্তু এই পুজোর আবহ অন্যরকম—মাদলের তালে দেবীবরণ, শালপাতায় ভোগ খাওয়ার অভিজ্ঞতা, বনবাসীর মাতৃআরাধনা। গোরুমারায় আসা পর্যটকরা চাইলে এই অনন্য আয়োজনেও সামিল হতে পারবেন। অতিথিদের জন্য প্রকৃতি, পুজো আর হাতি—তিনের মেলবন্ধনে সাজছে এবারের গোরুমারা। বনকর্মীদের আশা, এই অভিনব উদ্যোগ শুধু পর্যটকের মন জয় করবে না, হাতি সংরক্ষণে এক নতুন বার্তাও পৌঁছে দেবে!

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top