মনি কুন্ডন নামে এক বি এস এফ জওয়ান ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহারানী বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিল। সেখান থেকে তাকে সম্প্রতি নতুনবাজার অমৃত পাড়া বিএসএফ ক্যাম্পে পাঠানো হয়েছিল। হঠাৎ সোমবার সকালে নিজের রাইফেল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে ওই বিএসএফ জওয়ান। অন্যান্য বি এস এফ জওয়ানরা এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি আহত বিএসএফ জওয়ানকে চিকিৎসার জন্য নতুনবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

পরবর্তী সময়ে আহত বিএসএফ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তবে, কি কারনে মনি কুন্ড নামে ওই বিএসএফ জওয়ান নিজের রাইফেল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা জানা যায়নি। বুকের বাঁ দিকে গুলি লেগেছে আহত বিএসএফ জওয়ানের। এই ঘটনায় অন্যান্য বিএসএফ জওয়ানদের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।