মালদার গাজোলের হাতিমারী নবীন সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ হল।রবিবার রাত্রিতে জাঁকজমকপূর্ণ ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ও তাদের নবীন সংঘের মন মাতানো কার দোষ একটি নাটক পরিবেশন করেন।উপস্থিত ছিলেন গাজোল ২ প্রধান অর্মিলা রাজবংশী,স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গোবর্ধন মন্ডল,নবীন সংঘের সভাপতি সঞ্জীব তালুকদার,সহ-সভাপতি তরুণ কুমার ঘোষ,নারায়ণ মন্ডল,স্বাধীন দাস,অখিল নন্দী সহ অন্যান্যরা।

রবিবার রাত্রি ১০ টায় তাদের অনুষ্ঠিত হয়।তাদের নাটক দেখার জন্য সেখানে অনেক ভিড় উপচে পড়ে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, নবিন সঙ্ঘের বয়স ৫০ বছর পূর্তি হল। সেজন্য হাতিমারি গ্রামে বিরাট অনুষ্ঠান হচ্ছে। ২১ মার্চ সন্ধ্যায় মশাল দৌড় প্রতিযোগিতা হয়। বিভিন্ন অতিথিদের বরণ করে নেওয়া হয়। স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হয়। দ্বিতীয় দিন বহিরাগত শিল্পীদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠান হয়। বিষাণ নাটক গোষ্ঠী সেখানে নাটক করে।